বাংলাদেশের খবর

আপডেট : ১০ January ২০১৯

ভেড়ামারায় ৩য় শ্রেনীর ছাত্রীকে ধর্ষন, ধর্ষক আটক

ধর্ষক আঃ মান্নান প্রতিনিধির পাঠানো ছবি


কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ক্ষেমিড়দিয়াড় বিশ্বাসপাড়া এলাকায় ৩য় শ্রেনীর ছাত্রী কে ধর্ষন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষক আঃ মান্নান (২২) কে পুলিশ আটক করেছে।

ভেড়ামারা থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত ১২টার সময় ভেড়ামারার ক্ষেমিড়দিয়াড় বিশ্বাসপাড়া এলাকার অসহায় আব্দুর রশিদের ৩য় শ্রেনীর ছাত্রী (১১) কে একই এলাকার ১ সন্তানের জনক শুকচাঁদের ছেলে আঃ মান্নান তাকে জোরপূর্বক ধর্ষণ করে। স্কুল ছাত্রীর চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভেড়ামারা থানা পুলিশ ধর্ষক মান্নানকে আটক করেছে।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিজানুর রহমান জানান, মেয়েটির অবস্থা আশংকাজনক। তার চিকিৎসা চলছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শামিম উদ্দিন জানান, ধর্ষক আঃ মান্নান (২২) কে পুলিশ আটক করেছে। এব্যাপারে ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১