বাংলাদেশের খবর

আপডেট : ০৯ January ২০১৯

ভৈরবে শীতার্তদের পাশে প্রবাসী জনকল্যাণ ঐক্য পরিষদ


কিশোরগঞ্জের ভৈরব-কুলিয়ারচর প্রবাসী জনকল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  আজ বুধবার দুপুরে নাটাল এলাকার কাদির বেপারি রোডে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

ভৈরব-কুলিয়ারচর প্রবাসী জনকল্যাণ ঐক্য পরিষদের সভাপতি শেখ ইসহাকের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া।

এছাড়াও অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, শহর আওয়ামীলীগের সিনিয়ির সহ সভাপতি হাজী মিজানুর রহমান, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক আলাল উদ্দীন, স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক আলী মো. রাজু, পৌর যুবলীগের সভাপতি ইমরান হোসেন ইমন, পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল্লাহ নিয়াজ প্রমূখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া আয়োজকদের এই মানবিক কাজকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখার আহবান জানান।

এছাড়াও ভৈরব কুলিয়ারচর প্রবাসী জনকল্যাণ ঐক্য পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন উল্লেখ করে সংগঠনের সভাপতি শেখ ইসহাক জানান, তাদের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে ভৈরবসহ কুলিয়ারচরেও এইসব শীতবস্ত্র বিতরণ করা হবে এবং আগামী দিনেও সংগঠনটি  শীতার্তদের পাশে থাকবে।  


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১