আপডেট : ০৯ January ২০১৯
ছাগলনাইয়ায় চিহ্নিত চোরচক্রের ২ চোরকে চুরির সময় হাতে-নাতে আটক করে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী। আজ বুধবার ভোরে মধ্যম মটুয়া একাডেমী এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরির কাজের সরঞ্জাম উদ্ধার করা হয়। আটকরা হল আনোয়ার হোসেন (২৫) প্রকাশ ‘চোলাইন্না আনোয়ার’ এবং কামাল উদ্দিন প্রকাশ ‘ভুট্টু চোরা।’ আনোয়ার ওই এলাকার লাইনম্যান আমির আলীর ছেলে এবং ভুট্টু মৃত সফি উল্যার ছেলে। এদিকে চোর চক্রের চিহ্নিত দুই চোরের আটক সংবাদে মুহুর্তে এলাকার শত শত লোক সমাবেত হয়ে স্বস্তি প্রকাশ করে এবং থানায় উপস্থিত হয়ে আটক চোরদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান। প্রসঙ্গত, মধ্যম মটুয়া একাডেমী পাড়া এলাকাটি পৌর শহরের ঘনবসতিপূর্ন আবাসিক এলাকা। দীর্ঘদিন যাবত এলাকাটিতে এ চক্রের চোরদের উৎপাতে এলাকাবাসী অনেকটা নির্ঘুম রাত কাটাচ্ছে। স্থানীয়রা জানান, গত ১ বছরে এলাকাটিতে কমপক্ষে ১শ টি ছোট-বড় চুরি-ছিনতাই সংগঠিত হয়েছে। এ এলাকার বাড়িওয়ালা স্বপ্না, সরোয়ার, আমজাদ অভিযোগ করে জানান, দামি মোবাইল, স্বর্নালংকারসহ লক্ষ লক্ষ টাকার মালামাল চুরির ঘটনা ঘটায় ভাড়াটিয়া পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। একাধিক ভাড়াটিয়া নাম প্রকাশ না করার শর্তে জানান, এলাকার চোর চক্রটি স্থানীয় হওয়ায় আমরা সবসময় আতংকের মধ্যে থাকি। আমাদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিকটে হওয়ায় এই এলাকাটি ছাড়তেও পারিনা। ছাগলনাইয়া থানার ওসি (তদন্ত) সুদ্বীপ রায় পলাশ জানান, আটককরা চিহ্নিত অপরাধী ও পেশাগত চোর। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১