বাংলাদেশের খবর

আপডেট : ০৯ January ২০১৯

খালেদা জিয়ার চিকিৎসার অধিকার কেড়ে নিয়েছে সরকার : রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংগৃহীত ছবি


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা পাওয়ার অধিকার সরকার কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, সম্পূর্ণ চিকিৎসা শেষ না হতেই খালেদা জিয়াকে হাসপাতাল থেকে কয়েক দিন পরই কারাগারে নেওয়া হয়েছে। তাঁর প্রয়োজনীয় সুচিকিৎসা পাওয়ার অধিকারটুকুও কেড়ে নিয়েছে সরকার। এভাবেই মানসিক নিপীড়নের সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে সরকার।

 রিজভী বলেন, ‘খালেদা জিয়াকে নির্যাতন করে প্রতিহিংসার যেন শেষ হচ্ছে না। তার জীবন নিয়ে এক গভীর চক্রান্তে মেতে আছে সরকার।’

রিজভী বলেন, একাদশ নির্বাচনে ভোট ডাকাতির নির্বাচনের পর এখন সারা দেশে ব্যাপক নির্বাচনী সহিংসতা চালাচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা। এ দেশে গণতন্ত্রের ভিত সম্পূর্ণভাবে ভেঙে গেছে, নিষ্ঠুর দমনে গণতন্ত্র এখন পীড়িত।

রিজভী বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অপরাধে গ্রামের মানুষজনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। নিরঙ্কুশ কর্তৃত্ব নিশ্চিত করতে একতরফা নির্বাচনের জন্য প্রচারমাধ্যমগুলোকে সর্বোচ্চ নিয়ন্ত্রণ ও নজরদারির মধ্যে রাখা হয়েছে, যাতে সত্য ঘটনা প্রকাশ হতে না পারে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১