বাংলাদেশের খবর

আপডেট : ০৯ January ২০১৯

বৌদি চরিত্রে নায়লা নাঈম

আবেদনময়ী মডেল দন্ত চিকিৎসক নায়লা নাঈম সংরক্ষিত ছবি


আবেদনময়ী মডেল হিসেবে আলোচিত দন্ত চিকিৎসক নায়লা নাঈম। নানা কারণে সোশ্যাল মিডিয়ায় সমালোচনারও শিকার হয়েছেন তিনি। কয়েকটি চলচ্চিত্রের আইটেম গানে পারফর্ম করলেও অভিনয়ে একেবারেই ছিলেন না নায়লা। তবে এবার আসছেন অভিনয়ে।

প্রথমবার একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করলেন জনপ্রিয় এই মডেল। সেখানে নায়লা নাঈম অভিনয় করেছেন ‘বৌদি’ চরিত্রে। ছবির নাম ‘জামাইবাবু বৌদি অ্যান্ড কিলার’। শামীমুল ইসলাম শামীমের সংলাপ ও চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন আকাশ নিবিড়।

নায়লা নাঈম ছাড়াও এতে অভিনয় করেছেন নির্মাতা সাইফ চন্দন ও আকাশ নিবিড়। নায়লা নাঈম বলেন, বরাবরের মতোই আমাকে দর্শক খুঁজে পাবে। তবে আমার লুকে ভিন্নতা থাকবে। কারণ আমাকে অভিনয় করতে হয়েছে, সংলাপ ডেলিভারি দিতে হয়েছে যাতে দর্শক অভ্যস্ত নন। আর আমার বিপরীতে জামাই হিসেবে অভিনয় করেছেন সাইফ চন্দন। অনেক সাপোর্টিভ মানুষ তিনি।

আগামী ২৫ জানুয়ারি ‘জামাইবাবু বৌদি অ্যান্ড কিলার’ কলকাতার শর্টকাট ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে নির্মাণসূত্রে জানা গেছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১