বাংলাদেশের খবর

আপডেট : ০৮ January ২০১৯

এমপিদের শপথ বাতিলের দাবিতে আইনি নোটিশ


দশম জাতীয় সংসদের মেয়াদ শেষ হবার আগেই একাদশ সংসদের এমপিদের শপথ গ্রহণ অসাংবিধানিক ও বে-আইনি দাবি করে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।

জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রী পরিষদের সচিবের প্রতি দেয়া এই নোটিশে আগামী ১৩ই জানুয়ারী সকাল সাড়ে ৯টার মধ্যে এমপিদের শপথ বাতিল ও প্রত্যাহার চাওয়া হয়।

সুপ্রিমকোর্টের আইনজীবি অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আজ রেজিস্ট্রি ডাক যোগে এই নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিজয়ীরা ওই বছরের ৯ জানুয়ারি এমপি হিসেবে শপথ নেন এবং তারপর ১২ জানুয়ারি মন্ত্রিসভা গঠিত হয়। দশম জাতীয় সংসদ অধিবেশন আহবান করা হয় ২০১৪ সালের ২৯ জানুয়ারি। সংবিধান অনুযায়ী প্রথম অধিবেশন থেকে সংসদের মেয়াদ হিসেবে পাঁচ বছর পূর্ণ হবে আগামী ২৮ জানুয়ারি। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯ (৩) ধারা অনুযায়ী গত ১ জানুয়ারি নির্বাচন কমিশন নির্বাচিত সংসদ সদস্যদের অফিসিয়াল গেজেট প্রকাশ করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১