বাংলাদেশের খবর

আপডেট : ০৮ January ২০১৯

বাইকে করে প্রথম দিন নিজদপ্তরে পলক

তবে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়

জুনায়েদ আহমেদ পলক ছবি : ফেসবুক থেকে


বিশেষ প্রতিনিধি :

নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য জুনাইদ আহমেদ পলক প্রথম দিন গেলেন মোটরসাইকেলে চড়ে। মঙ্গলবার সকালে বাইকে করে নিজ মন্ত্রণালয়ে যান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। 

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দু'টি ছবি পোস্ট করে ক্যাপশনে জুনাইদ আহমেদ পলক লিখেছেন, বাইকে চড়ে প্রথম দিন অফিসে...

এই পোস্টের পর থেকেই সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনলাইন সংবাদ মাধ্যমেও উঠেএসেছে বিষয়টি।

ফেসবুকের কমেন্টস্ এর আংশিক স্ক্রিনশট 

ছবিতে মোটরসাইকেলে হেলমেট না পরায় তার এই পোস্টে শত শত ফলোয়ার কমেন্টস্ করেছেন,-'আমরা এভাবে হেলমেট ছারা বাইক চালালে যদি ট্রাফিক আইন লংঘনের দায়ে মামলা হয়, জরিমানা দিতে হয় । সেখানে একজন আইনপ্রনেতার আইনের স্পষ্ট লঙ্ঘন কি তাহলেকি এটাই প্রমাণ করেনা যে এদেশে আইন সবার বেলাতে একরকম নয়?। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১