বাংলাদেশের খবর

আপডেট : ০৭ January ২০১৯

ঘোড়াঘাটে ফেনসিডিল সহ গ্রেফতার ১


দিনাজপুরের ঘোড়াঘাটে ৫০ বোতল ফেনসিডিল সহ মিজানুর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার সকালে ঢাকা-দিনাজপুর মহাসড়কের টিএনটি নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মিজানুর গাইবান্ধা সদর উপজেলার শাপলা পাড়া গ্রামের মৃত বোরহান উদ্দীনের ছেলে।

ঘোড়াঘাট থানার ওসি(তদন্ত) মোঃ ফেরদৌস আলী জানান, পুলিশের একটি টহল দল ওই এলাকায় টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটর সাইকেলের (রংপুর হ-২৩-৩২১০) গতি রোধ করতে বলে।মোটর সাইকেল আরোহী গতি রোধ করে পালাবার চেষ্টা করলে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১