আপডেট : ০৬ January ২০১৯
বিশিষ্ট সঙ্গীত পরিচালক মইনুল ইসলাম খানের সুর ও সঙ্গীতে নতুন দুটি গানে কণ্ঠ দিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি শিল্পী ফাবিহা জামান সিদ্দিক। মৌলিক গান দুটি হচ্ছে ফেরদৌস হোসেন ভূঁইয়ার লেখা ‘আমার চক্ষু পুড়ে গেছে’ এবং কবির বকুলের লেখা ‘মন যদি চায়’। দুটি গানের মধ্যে ‘আমার চক্ষু পুড়ে গেছে’ গানটির স্টুডিও ভার্সনে মিউজিক ভিডিও করে ফাবিহার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ফাবিহা সিদ্দিক’-এ প্রকাশ করা হবে। ফাবিহা প্রসঙ্গে মইনুল ইসলাম খান বলেন, ‘অস্ট্রেলিয়ায় যখন ফাবিহার গান প্রথম শুনি তখনই আমি মুগ্ধ হয়েছিলাম। তখনই তাকে কথা দিয়েছিলাম তার জন্য গান করব। অস্ট্রেলিয়ায় ফাবিহার জন্ম হলেও বাংলাদেশের প্রতি, বাংলা গানের প্রতি তার দুর্নিবার আকর্ষণ, ভালো লাগা আমাকে মুগ্ধ করেছে। দুটি গানই অসাধারণ গেয়েছে ফাবিহা। আমি আশা রাখতেই পারি গানে ফাবিহার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল।’ গান প্রসঙ্গে ফাবিহা বলেন, ‘আমি সত্যিই ভীষণ কৃতজ্ঞ মইনুল আঙ্কেলের কাছে। কারণ আমি জানি তিনি এদেশের একজন কিংবদন্তি সঙ্গীত পরিচালক। সঙ্গীতশিল্পী হিসেবে আমি একেবারেই নতুন। কিন্তু তারপরও তিনি আমার জন্য গান করেছেন। এটা আমার জন্য সত্যিই অনেক বড় পাওয়া। মইনুল আঙ্কেলের আশীর্বাদ নিয়ে আমি সারাটা জীবন পথ চলতে চাই।’ ফাবিহা অস্ট্রেলিয়ার ব্ল ইউনিভার্সিটিতে মেডিকেলে অধ্যয়নরত। দেশের অসহায়, এতিম শিশুদের জন্য এখনই তিনি টুকটাক কাজ করছেন। আগামীতেও তাদের জন্য নিজেকে নিবেদিত করতে চান তিনি। দেশে এসে ফাবিহা এরই মধ্যে চ্যানেল আই ও যমুনা টিভিতে সরাসরি গান গেয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১