বাংলাদেশের খবর

আপডেট : ০৫ January ২০১৯

সেনবাগে নিখোঁজের ৭দিন পর মিলল নারীর লাশ

নোয়াখালীর সেনবাগ থেকে নিখোঁজের ৭দিন পর মহিলার লাশ মিলল পার্শ্ববর্তী উপজেলার বেগমগঞ্জের জমিদার হাট স্কুল পুকুরে প্রতিনিধির পাঠানো ছবি


নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামে থেকে নিখোঁজের ৭দিন পর পেয়ারা বেগম (৫৫) নামের ৪সন্তানের জননী এক মহিলার লাশ মিলল পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের জমিদার হাট বাজার সংলগ্ন পুকুর থেকে। পেয়ারা বেগম সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর ১নং ওয়ার্ডেও নলী বাড়ির মৃত নুরুল হকের স্ত্রী।

আজ শনিবার সকালে এলাকাবাসী লাশটি পুকুরের পানিতে ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আলম মোল্লার নেতৃত্বে পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে। এসময় অজ্ঞাত লাশ ভাসছে এমন খবর পেয়ে উৎসুক লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। এক পর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত বেলাল হোসেন লাশটি তার বোনের বলে সনাক্ত করেন।

তিনি জানান, তার বোন পেয়ারা বেগম মানসিক বিকাগ্রস্থ ছিলো। গত ৭দিন আগে সে বাড়ি থেকে নিখোঁজ হয়। তবে অনেক খোজাঁখুজি করেও তাকে পাওয়া যায়নি। তার ছেলে ও ২ মেয়ে রয়েছে। পুলিশ লাশটির ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

স্থানীয় ইউপি মেম্বার আবুল হোসেন স্থানীয় লোকজনের বরাত দিয়ে জানায়, সকালে এলাকাবাসী স্কুল সংলগ্ন পুকুর থেকে দুর্গন্ধ পেয়ে পুকুরের পানিতে লাশটি ভাসতে দেখেন।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আলম মোল্লা জানান, ময়না তদন্তের জন্য লাশটি নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১