বাংলাদেশের খবর

আপডেট : ০৫ January ২০১৯

নির্বাচনী প্রচার সামগ্রীর ৯৫ শতাংশ অপসারণ হয়েছে : সাঈদ খোকন

নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ করছেন এক পরিচ্ছন্ন কর্মী ছবি: বাংলাদেশের খবর


রাজধানীতে নির্বাচনী প্রচার সামগ্রীর ৯৫ শতাংশ অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

রাজধানীর সেগুনবাগিচায় আজ একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী অস্থায়ী নির্বাচনী ক্যাম্প অপসারণ কাজের উদ্বোধনকালে মেয়র একথা জানান।

সাঈদ খোকন বলেন, ‘ব্যানার পোস্টার এবং ফেস্টুনসহ রাজধানীর নির্বাচনী প্রচার সামগ্রীর ৯৫ শতাংশ ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। ফুটপাত দখল করে নির্মিত অস্থায়ী নির্বাচনী ক্যাম্পগুলো আজ থেকে অপসারণের কাজ শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে এগুলো অপসারণ করা হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণে এর আগে আমরা সংসদ সদস্যদের আহ্বান জানিয়েছিলাম। তারাও চেষ্টা করেছেন। এর পরেও যদি কোথাও নির্বাচনী প্রচার সামগ্রী দেখতে পান তাহলে আমাদের কর্মকর্তা কিংবা সরাসরি আমাকে অবহিত করবেন। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।’

সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও ডিএসসিসি’র কর্মকর্তারা এ সময় মেয়রের সঙ্গে ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১