আপডেট : ০৪ January ২০১৯
বিশেষ প্রতিনিধি: অসুস্থতার কারণে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ হুইল চেয়ার ছাড়া চলাচল করতে পারছেন না। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় পার্টির নতুন সংসদ সদস্যদের বৈঠকে দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ এমনটাই জানিয়েছেন। তিনি বৈঠকে বলেন, ‘‘দলের চেয়ারম্যান অসুস্থ। তিনি হুইল চেয়ার ছাড়া চলাচল করতে পারেন না।’ অসুস্থতার কারণে গতকাল এরশাদ সংসদ সদস্য হিসাবে শপথ নেননি। সবার সামনে হুইল চেয়ারে বসে শপথ নিতে চাননি বলে তিনি গতকাল বিকালে এককভাবে শপথ নেওয়ার জন্য স্পিকারের কাছে সময় চেয়েছিলেন। কিন্তু দুপুরের পরেও সংসদ ভবনের ভেতরে বাইরে নবনির্বাচিত এমপি ও মিডিয়া কর্মীদের আনাগোনায় সরগরম থাকায় তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে অন্যদিন শপথ নেওয়ার সিদ্ধান্ত জানান। দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রওশন এরশাদ সাবেক এই রাষ্ট্রপতিকে ফোন দিয়ে শপথ নেওয়ার জন্য আসতে বলেন। তাকে ফোনে জানান আজকে শরীর অনেক বেশি খারাপ লাগছে। মনে হয় হুইল চেয়ারে করে যেতে হবে। অন্যদের সামনে হুইল চেয়ারে করে আসতে লজ্জা লাগছে। তাই আজকে শপথ নিতে আসবো না। স্পিকারের সঙ্গে আলোচনা করে অন্য কোনো দিনে শপথ নেবো। সর্বশেষ ২০ নভেম্বর দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। এরপর আর কখনও সেভাবে প্রকাশ্যে আসেন নি। ৬ ডিসেম্বর বনানীতে এলেও গাড়ি থেকে নামেন নি। গাড়িতে বসেই কয়েক মিনিট কথা বলে বাসার উদ্দেশ্যে চলে যান। ১০ ডিসেম্বর সিঙ্গাপুর যান চিকিৎসার জন্য। ২৬ ডিসেম্বর দেশে ফিরলেও কোনো রকম দলীয় কর্মসূচিতে অংশ নেন নি। এমনকি নিজের ভোটও দিতে রংপুরে যান নি তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১