আপডেট : ০৪ January ২০১৯
বৃহস্পতিবার দিনগত রাতের কোন এক সময় চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা বাজারে দুর্ধষ্য চুরির ঘটনা ঘটেছে। এতে করে আওয়মী লীগের দলীয় কার্যালয়ের এলইডি টিভিসহ ৫ দোকানের নগদটাকাসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোরের দল। এ ঘটনায় শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের সূত্রে জানা যায়, বাজারের গিরেন্দ্র সুপার মার্কেট ও বাকিলা নিউ সুপার মার্কেটের এভারগ্রীন কম্পিউটার, এভারগ্রীন কো-অপারিটিভ, শাহাদাত চশমাঘর, শরীফের গুদাম ও বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা কেটে চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী এভারগ্রীন কো-অপারেটিভ মাল্টিপারপাসের স্বত্বাধিকারী হারুন মোল্লা জানান, ক্যাশ ভেঙ্গে প্রায় ৫০ হাজার টাকা নিয়ে গেছে। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অমল কান্তি ধর জানান, বাজারে রাতে নিরাপত্তা প্রহরী থাকা সত্তেও চুরির ঘটনা আমাদের ভাবিয়ে তুলছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারী জানান, নির্বাচনের কয়েকদিন আগে আওয়ামী লীগ কার্যালয়ের জন্য টিভিটি কেনা হয়েছিলো যা গতরাতে চুরি হয়ে যায়। হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো: সেলিম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি বিষয়টি তদন্ত চলছে। ক্ষতিগ্রস্থদের পক্ষ থেকে অভিযোগ দেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১