বাংলাদেশের খবর

আপডেট : ০৪ January ২০১৯

টেকনাফে গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

টেকনাফ ম্যাপ


টেকনাফ বাহারছড়া হতে অজ্ঞাত এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার সকালে লোকজন টেকনাফের বাহারছড়া উপকূলীয় নোয়াখালী পাড়া বীচে একটি গুলিবিদ্ধ রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় মেম্বারকে জানায়। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে ‍যায়।

প্রত্যক্ষদর্শী জানায়, ৪ জানুয়ারী শুক্রবার সকালে লোকজন টেকনাফের বাহারছড়া উপকূলীয় নোয়াখালী পাড়া বীচে একটি গুলিবিদ্ধ রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় মেম্বারকে অবহিত করে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা আনোয়ার হোছনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরীর পর মৃতদেহ উদ্ধার করে।

মৃতদেহের পরিচয় সনাক্তের পর পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১