আপডেট : ০৪ January ২০১৯
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নানা নাটকীয়তার পর এবার শপথ নিয়ে নাটক শুরু করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি শপথ নিতে যাননি। জানানো হয় তিনি বেলা ৩টায় এককভাবে শপথ নেবেন। কিন্তু তিনি শপথ নিতে যাননি। ২০১৪ সালের নির্বাচনেও তিনি দলের সংসদ সদস্যদের সঙ্গে শপথ না নিয়ে এককভাবে শপথ নিয়ে সিএমএইচে ফিরে যান। গতকাল বৃহস্পতিবার সকালে সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়া হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এরপর দুপুর সোয়া ১২টায় জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ ও কো- চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরসহ ২১ জন সংসদ সদস্য শপথ নেন। কিন্তু শপথ নিতে যাননি সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ। সাবেক রাষ্ট্রপতির এপিএস মনজুরুল ইসলাম সকালে জানান, স্যার (এরশাদ) সকালে শপথ নিতে যাননি। এককভাবে বেলা ৩টায় শপথ নেওয়ার কথা ছিল তার। পরে তিনি আর যাননি। স্পিকারের কাছ থেকে তিনি সময় নিয়ে পরে শপথ নেবেন বলে জানান এরশাদের এপিএস। এদিকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের জানান, শারীরিক অসুস্থতার কারণে পার্টির চেয়ারম্যান বৃহস্পতিবার শপথ নিতে আসতে পারেননি। তিন-চার দিনের মধ্যে তার শপথ নেওয়ার কথা রয়েছে। তা না হলে বেঁধে দেওয়া সময়ের মধ্যে তিনি শপথ নেবেন। ৩০ ডিসেম্বরের নির্বাচনে ২২ আসন পেয়ে সংসদে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় পার্টি। এর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে ৩৪ আসন পেয়েছিল দলটি। যদিও ওই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন এরশাদ। কিন্তু তার মনোনয়নপত্র বাতিল না হওয়ায় তিনিও সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নানা নাটকীয়তা শুরু হয় জাতীয় পার্টিতে। ক্ষণে ক্ষণে দৃশ্যপট পাল্টাতে থাকে। দলীয় মনোনয়ন চূড়ান্ত করার আগেই অসুস্থ হয়ে সিএমএইচে যান এরশাদ। প্রার্থিতা প্রত্যাহারের পরের দিন গত ১০ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরে যান এরশাদ। এদিকে এবারো ভোট দিতে রংপুরে যাননি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এর আগে ২০১৪ সালের সংসদ নির্বাচনেও তিনি ভোট দেননি। পর পর দুই নির্বাচনে ভোট দিতে না যাওয়ায় এরশাদের প্রতি ক্ষুব্ধ রংপুরের তৃণমূল জাতীয় পার্টির কর্মী-সমর্থকরা। আগামী ১০ জানুয়ারি তার সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১