আপডেট : ০৪ January ২০১৯
জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডির জন্য চিপ তৈরি করবে স্যামসাং। এসব গাড়িতে স্যামসাংয়ের তৈরি এক্সিনস অটো ভি৯ প্রসেসর তৈরি করা হবে বলে জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম। স্যামসাংয়ের এই প্রসেসরে রয়েছে আটটি এআরএম কর্টেক্স এ৭৬ কোর, যার সর্বোচ্চ ক্লকস্পিড ২.১ গিগাহার্টজ। মূলত অডির গাড়িতে থাকা ইনফোটেইনমেন্ট সিস্টেমে এই প্রসেসর ব্যবহার করা হবে। ২০২১ সালে এই ইনফোটেইনমেন্ট সিস্টেম ব্যবহার শুরু করবে অডি। স্যামসাংয়ের এই চিপ ব্যবহার করে একসঙ্গে একাধিক ডিসপ্লেতে কনটেন্ট প্রদর্শন করা যাবে। সর্বোচ্চ ছয়টি ডিসপ্লে এবং বারোটি পর্যন্ত ক্যামেরা সমর্থন করবে এই চিপ। গত বছরের অক্টোবরে গাড়ির জন্য অটোমোটিভ চিপের সঙ্গে পরিচয় করে দেয় স্যামসাং। প্রতিষ্ঠানটি জানায়, এক্সিনস অটো ভি৯ ব্যবহার করা হবে অডির গাড়িতে। তিনটি গ্রাফিক প্রসেসিং ইউনিট থাকায় এর মাধ্যমে স্বাচ্ছন্দ্যে যেকোনো অ্যাপ্লিকেশন চালানো যাবে বলেও জানিয়েছে স্যামসাং। এর নিউরাল প্রসেসিং ইউনিট গাড়ির চালকের কণ্ঠ, চেহারা এবং চলাফেরা সবকিছু প্রত্যক্ষ করতে পারবে। আর এসব থেকে ডাটা সংরক্ষণ করতে পারবে এই প্রসেসর। খুব অল্প সময়ের মধ্যে চিপটি তৈরি করে অডিকে হস্তান্তর শুরু করবে স্যামসাং। এর বাইরেও স্যামসাং গাড়ি চুরি রোধ করতে আরো কয়েকটি প্রযুক্তি এবং চিপ নিয়ে কাজ করছে বলে জানায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১