আপডেট : ০৪ January ২০১৯
সদ্যসমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘সফলভাবে’ সম্পন্ন হয়েছে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। তিনি বলেন, সাইবেরিয়া থেকে ইউরোপ, আমেরিকাসহ পৃথিবীর কোনো দেশ একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান কিংবা নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে মন্তব্য করেনি। গতকাল ইসি সচিবালয়ের কর্মকর্তাদের নির্বাচনোত্তর ‘ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে’ এই মন্তব্য করেন সিইসি। সিইসি বলেন, সংসদ নির্বাচন জাতির জন্য বড় একটা কাজ। নির্বাচন যখন শেষ হলো তারপর পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কমিউনিটি আমাদের এই নির্বাচন নিয়ে মন্তব্য করেছে। তারা তাদের অভিমত ব্যক্ত করেছে। এই নির্বাচনকে তারা সফল হিসেবে উল্লেখ করেছে। নির্বাচন কেউ প্রত্যাখ্যান করেনি। সাইবেরিয়া থেকে শুরু করে ভলগা নদীর পাড় দিয়ে, প্রশান্ত মহাসাগর হয়ে আমেরিকা, ইউরোপসহ সর্বত্র নির্বাচনের বার্তা আমরা পৌঁছে দিয়েছি। এ সময় সিইসি কর্মকর্তাদের উদ্দেশে জানতে চান, কি, আসেনি? এসেছে? উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উত্তর, হ্যাঁ। আবারো সিইসির প্রশ্ন, সেটা কেমন করে হলো? পৃথিবীর কোনো দেশ, কোনো সংস্থা নির্বাচনের বিরুদ্ধে মন্তব্য করেছে? কমিশনের বিরুদ্ধে কোনো কথা বলেছে? কর্মকর্তাদের সম্মিলিত উত্তর, না। এবার সিইসি বলেন, কারণ এটা আপনাদের বিজয়। এটা আপনাদের সার্থকতা। এটা আপনাদের সাফল্য, সকলের সাফল্য। ইসি সচিব হেলালুদ্দীন আহমদের প্রশংসা করে সিইসি বলেন, ইলেকশন কমিশনের সুযোগ্য সচিব, দক্ষ সচিব, সিক্ত সচিব, যার দক্ষ নেতৃত্বে এত বড় একটি কর্মযজ্ঞ সম্পন্ন হলো। এ সময় চার নির্বাচন কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১