আপডেট : ০৩ January ২০১৯
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী রংছাতি ইউনিযন চৈতা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা সংগঠক, কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী ডাঃ আক্কাস আলী শেখ (৯০) বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার ভোরে নেত্রকোনাস্থ-নিজ বাসভবনে ইন্তেকাল করেন ( ইন্নালিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, ৩ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। তাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরম আত্মার শান্তি কামনা করে শোক সম্ভ্রান্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন- নেত্রকোণা -১ আসনের সংসদ সদস্য ও প্রতিরোধযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি মানু মজুমদার, সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি ছবি বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ,উপজেলা চেয়ারম্যান শাহ্ মো. ফখরুল ইসলাম ফিরোজ, জেলা পরিষদের সদস্য ইদ্রিস আলী তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো.রফিকুজ্জামান খোকন, রংছাতী ইউপি চেয়ারম্যান মোছা. তাহেরা খাতুন ও উপজেলা প্রেসক্লাব সভাপতি রাজ্জাক আহমেদ রাজু। বৃহস্পতিবার বিকেলে উপজেলার নিজ গ্রামে মরহুমের জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১