বাংলাদেশের খবর

আপডেট : ০৩ January ২০১৯

মেসেঞ্জারে আসছে ডার্ক মোড


অন্ধকারে ব্যবহারের সুবিধার্থে বর্তমানে বিভিন্ন অ্যাপেই আছে ডার্ক মোড। টুইটার, ইউটিউব প্রভৃতি অ্যাপে ব্যবহারকারীরা এ সুবিধা পাচ্ছেন। এবার ডার্ক মোড ফিচারটি আসছে ফেসবুক মেসেঞ্জারে।

হংকংয়ের টিপস্টার জেন ওয়াং জানিয়েছে, ইতোমধ্যেই কয়েকটি দেশের ব্যবহারকারীদের জন্য নতুন ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। ব্যবহারকারীরা অ্যাপটির মি সেকশনে ‘ডার্ক মোড’ ফিচারটি দেখতে পারছেন।

টুইটে তিনি আরো জানান, সব কয়টি দেশে এখনো এই বেটা অবস্থায় থাকা ফিচারটি চালু করা হয়নি। তাই ব্রাইটনেস বাড়িয়ে ফিচারটি পরীক্ষা করার সময় চোখে বেশি আলো পড়তে পারে। তবে কোন কোন দেশের ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হয়েছে তা অবশ্য এখনো জানা যায়নি।

গত বছর ফেসবুকের এফ৮ ডেভেলপার কনফারেন্সে ফিচারটি আনার ঘোষণা দেওয়া হয়েছিল।

ব্যাটারি সাশ্রয়ের অন্যতম বড় বাধা স্ক্রিনের উজ্জ্বলতা বা হোয়াইট মোড। স্ক্রিন কালারও ব্যাটারি খরচ করে বেশি। এই খরচ বাঁচাতে ডার্ক মোড ব্যবহার করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১