বাংলাদেশের খবর

আপডেট : ০৩ January ২০১৯

ঐক্যফ্রন্ট ছাড়াই নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ

একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী নতুন এমপিরা শপথ নিচ্ছেন ছবি : বিটিবি থেকে সংগৃহীত


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের শপথগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নবনির্বাচত সংসদ সদস্যরা শপথগ্রহণ শুরু করেন। 

তবে বিএনপি ও ঐক্যফ্রন্টের ৭ সংসদ সদস্য অংশ নেননি বলে জানা গেছে। 

এর আগে ২৯৮টি আসনের গেজেট প্রকাশিত হয়। এগুলো জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হয়। 

স্পিকার শিরিন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান।

এদিকে শপথ অনুষ্ঠান সামনে রেখে গতকালই সংসদ ভবনে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। নির্বাচন কমিশন সচিবালয় থেকে গেজেট সংসদ সচিবালয়ে পৌঁছানোর পর নবনির্বাচিত সব সংসদ সদস্যকে শপথগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে বাড়তি নিরাপত্তা থাকছে। গতকাল সকাল থেকেই গোয়েন্দা সংস্থাগুলো ওই এলাকায় নজরদারি বাড়িয়েছে। দর্শনার্থীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১