বাংলাদেশের খবর

আপডেট : ০৩ January ২০১৯

নতুন বছরে মিমি


নতুন বছরের প্রথম দিনটি বেশ ব্যস্ততায় কাটিয়েছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। প্রিয়জনদের সঙ্গে নিয়ে থার্টিফার্স্ট সেলিব্র্রেশন করেছেন তিনি। এমনটাই জানা গেছে ভারতীয় প্রথমসারির একটি গণমাধ্যম সূত্রে। এসবের পাশাপাশি তার ভক্তদের জন্য ভিডিও বার্তা পাঠিয়েছেন মিমি চক্রবর্তী।

কী ছিল সে বার্তায়? মিমির সামাজিক যোগাযোগমাধ্যম ঘুরে পাওয়া গেছে তার উত্তর। ভিডিওতে ভক্ত-অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনটি জিনিস চেয়েছেন মিনি। আর তা হলো ‘শান্তি, ভালোবাসা এবং হাসি’। এই তিনটি জিনিস নিয়ে সবার নতুন বছর কাটুক- এমনটাই প্রত্যাশা করেছেন মিমি। ভক্তদের পাশাপাশি তার জীবনেও এ তিনটি জিনিস বেশি করে আসুক, সে প্রার্থনাও করেছেন এ অভিনেত্রী।

টালিগঞ্জের ফিল্ম ক্রিটিকদের মতে, ২০১৮ সাল খুব ভালো কাটিয়েছেন মিমি চক্রবর্তী। ‘ভিলেন’, ‘ক্রিসক্রস’ এবং ‘টোটাল দাদাগিরি’ তিনটি ছবি মুক্তি পেয়েছিল মিমির। যার মধ্যে বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ক্রিসক্রস’ ছবিতে মিমির অভিনয় মাত করেছে দর্শকদের বড় অংশের। সে হিসেবে গেল বছরের প্রাপ্তির খাতায় বেশ সুনাম ও প্রশংসা যোগ হয়েছে মিমির। এবার ২০১৯ সালের দিকে তাকিয়ে মিমি-ভক্তরা। ফিল্ম ক্যারিয়ারে এ বছর কী ছবি যুক্ত হয় তা দেখার অপেক্ষায় টালিউড।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১