আপডেট : ০২ January ২০১৯
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি নাম সানাই মাহবুব। সম্প্রতি ‘বড় লোকের মাইয়া’ শিরোনামে গানের ভিডিওতে দেখা গেছে তাকে। সোহেল মাহমুদের কথায় গানটির সঙ্গীতায়োজন করেছেন মহিদুল হাসান মন। গানটিতে কন্ঠ দিয়েছেন শফিক মাহমুদ। কন্ঠ দেয়ার পাশাপাশি গানটির সুরও করেছেন তিনি। গানের ভিডিওতে সানাইয়ের বিপরীতে অভিনয় করেছেন আনান খান। গানটি প্রসঙ্গে সানাই বলেন, প্রতিনিয়তই আমি মিউজিক ভিডিওতে কাজের প্রস্তাব পাই। সবগুলো গান বা গল্প ভালো লাগে না বলে করি না। এ গানের কথা, সুর এবং ভিডিও গল্প আমার কাছে দারুণ লেগেছে। তাই এ গানটি করেছি। আর আমার দর্শকদের জন্য সুখবর হচ্ছে খুব শিগগিরই আরো পাঁচটি নতুন মিউজিক ভিডিও আসছে আমার। সেগুলোতে দর্শক-শ্রোতারা ভিন্নভাবে দেখতে পাবেন আমাকে। আলোচিত-সমালোচিত সানাই মাহবুব কারো কারো কাছে বিতর্কিতও বটে। তবে এসব বিষয়ে কান পাতেন না তিনি। তিনি জানান, আলোচনা-সমালোচনা নিয়েই মানুষ। তিনি এসবে মনযোগ না দিয়ে কাজে মনযোগী হতে চান। শোবিজে সানাইয়ের নাম প্রথম শোনা যায় একটি ছবির মহরতের পর। গাজী মাহবুব পরিচালিত এ ছবিতে সানাইয়ের বিপরীতে অভিনয় করার কথা ছিল জায়েদ খানের।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১