বাংলাদেশের খবর

আপডেট : ০২ January ২০১৯

শেখ হাসিনাকে সোনিয়া গান্ধীর অভিনন্দন

সোনিয়া গান্ধী ও শেখ হাসিনা সংরক্ষিত ছবি


শেখ হাসিনাকে সোনিয়া গান্ধীর অভিনন্দন

আসিফ সোহান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় লাভ করায় ভারতের কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। খবর ইউএনবির

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় লাভ করায় সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুধবার এক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

সোনিয়া গান্ধী অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করেন এবং বাংলাদেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

টানা তৃতীয়বারের মতো নির্বাচনের জয়লাভের পর পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষ থেকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার অপেক্ষায় থাকা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানান। নরেন্দ্র মোদি টেলিফোনে শেখ হাসিনাকে অভিনন্দন জানান বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১