 
                        আপডেট : ০১ January ২০১৯
 
                                
                                         জাতীয় ঐক্যফ্রন্টের পুনরায় নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এটা কি মামা বাড়ির আবদার?’ আজ মঙ্গলবার (০১ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র ৭ আসন পাওয়া ঐক্যফ্রন্ট নির্বাচনকে প্রহশনমূলক, নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচন প্রত্যাখ্যান করে ও পুনঃনির্বাচনের দাবি করেছে। নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ২৮৮টি আসন পেয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এখন লক্ষ্য আমাদের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো শেষ করা। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১