আপডেট : ০১ January ২০১৯
গুপ্তচরবৃত্তির অভিযোগে মস্কোয় এক মার্কিন নাগরিককে আটক করেছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস অব রাশিয়া (এফএসবি)। সিএনএনের খবর। পল হোয়েলান নামের ওই মার্কিনিকে গত শুক্রবার আটক করা হয় বলে এক জানায় এফএসবি। এক বিবৃতিতে গোয়েন্দা সংস্থাটি জানায়, রাশিয়ার ফৌজদারি আইনের ২৭৬ ধারা অনুযায়ী গুপ্তচরের কাজ করার সময় পল হোয়েলানকে আটক করা হয়। কী ধরনের গোয়েন্দাবৃত্তির অভিযোগ আনা হয়েছে সে ব্যাপারে কিছু জানানো হয়নি। সংস্থাটি জানায়, তার বিরুদ্ধে তদন্ত চলছে। রাশিয়ার আইনে ২৭৬ ধারা গুপ্তচরবৃত্তি সংক্রান্ত। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস জানিয়েছে, দোষী সাব্যস্ত হলে ১০ থেকে ২০ বছরের সাজা হতে পারে ওই মার্কিন নাগরিকের। ২০১৬ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপসহ নানা বিষয় নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কে তিক্ততা বিরাজ করছে। সম্প্রতি রাশিয়ার বেশ কয়েকজন নাগরিক ও কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন মার্কিন আদালত।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১