আপডেট : ০১ January ২০১৯
বগুড়া-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিপুল ভোটে সোনাতলা-সারিয়াকান্দিবাসী তৃতীয়বারের মতো রেকর্ড সংখ্যক ভোট দিয়ে নির্বাচিত করায় আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মানুষ চিরদিন বেঁচে থাকে না। বেঁচে থাকে তার কর্ম। আমি নিরলস কর্মের মধ্য দিয়েই এই এলাকার মানুষের মণিকোঠায় স্থান করে নিতে চাই। সকলের সহযাগিতা নিয়ে বিগত দিনে যত উন্নয়ন হয়েছে আশা করছি তার দিগুণ উন্নয়ন করা হবে। আপনারা উন্নয়নের জন্য ভোট দিয়েছেন আপনাদের সে উন্নয়ন অব্যশই করা হবে। সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলার মানুষদের একটি মডেল উপজেলা উপহার দেব। গতকাল সোমবার বগুড়ার সোনাতলা পৌর অডিটরিয়ামে নির্বাচন পরবর্তী নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পোর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য ও সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, জেলা পরিষদের সদস্য এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহিদুল বারী খান রব্বানী, ড. এনামুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, অধ্যক্ষ শামছুল হক, রবিউল আউয়াল বিপ্লব, রোস্তম আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত, অসীম কুমার জৈন নতুন, প্রভাষক রুহুল আমিন, আলী তৈয়ব শামীম, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান আলী খন্দকার, পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান রানা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিস্টার, সাংসদ পুত্র সাকোয়াত হোসেন সজল, আওয়ামী লীগ নেতা ছাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, মহিলা নেত্রী জান্নাতুল ফেরদৌসী রুম্পা, ফিদা হাসান খান টিটো, শাহ নেওয়াজ তালুকদার বাবু, সুজন চন্দ্র ঘোষ প্রমূখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১