বাংলাদেশের খবর

আপডেট : ০১ January ২০১৯

নতুন বছরে পুরনো ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ


বছরের প্রথম দিনেই একটি দুঃসংবাদ! আজ থেকে বেশ কিছু ব্যবহারকারীর জন্য বন্ধ হয়ে যাচ্ছে স্মার্টফোনের ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ। প্রতিষ্ঠানটির সিদ্ধান্ত অনুযায়ী নতুন বছরে বেশ কিছু স্মার্টফোনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে এই অ্যাপটি ব্যবহারের সুবিধা ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, নতুন বছরে বেশকিছু স্মার্টফোনের ক্ষেত্রে মিলবে না হোয়াটসঅ্যাপের সুবিধা। প্রতিষ্ঠানটি নিজেদের সিস্টেম আপগ্রেড করে নতুন ফোনের জন্য নতুনভাবে চিন্তা-ভাবনা করছে। তাই তো পুরনো ফোনে কাজ করা বন্ধ করছে তারা।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, আপাতত যারা নকিয়া এস ফোরটি ব্যবহার করছেন, তারা নতুন বছরে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার আর পাবেন না। আরো জানানো হয়েছে, এই ফোনে হোয়াটসঅ্যাপের কিছু ফিচার কখনো কাজ করা বন্ধ করতে পারে। এছাড়া অ্যান্ড্রয়েড ভার্সন ২.৩.৭ বা এর থেকে পুরনো ভার্সন ও অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএস ৭ বা তার থেকে পুরনো অপারেটিং সিস্টেমে চলা আইফোনেও ১ ফেব্রুয়ারির পর হোয়াটসঅ্যাপ কাজ করবে না। এর আগের বছর ব্ল্যাকবেরি ওএস, ব্ল্যাকবেরি ১০ এবং উইন্ডোজ ফোন ৮.০’র পুরনো প্ল্যাটফর্মে কাজ করা বন্ধ করে দেয় হোয়াটসঅ্যাপ।

তবে ব্যবহারকারীর ফোন যদি আপগ্রেডেবল হয়, তাহলে অপারেটিং সিস্টেম আপগ্রেড করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১