আপডেট : ০১ January ২০১৯
ডিজিটাল কনটেন্ট মার্কেট প্লেস পিক্সমামার উদ্যোগে (https://www.pixmama.com/pixmama-photo-uploading-contest) আয়োজন করা হয়েছে এক ফটো আপলোড প্রতিযোগিতা। প্রতিযোগিতাটির মূল লক্ষ্য বাংলাদেশি ফটোগ্রাফারদের সৃষ্টিশীলতাকে পৃষ্ঠপোষকতা এবং বিশ্ব দরবারে তা উপস্থাপন করা। ফটো আপলোড করে সর্বমোট ১ লাখ ২৮ হাজার টাকা জিতে নেওয়ার সুযোগ পাচ্ছেন প্রতিযোগীরা। অ্যাডমিন অনুমোদিত সবচেয়ে বেশি ছবি আপলোডকারী প্রথম তিনজন ফটোগ্রাফারকে প্রধান বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। এক্ষেত্রে ছবির পরিমাণ অবশ্যই ১০০টির বেশি হতে হবে। এ ছাড়া প্রতি সপ্তাহে সর্বোচ্চ অ্যাডমিন অনুমোদিত ছবি আপলোডকারী পুরস্কার হিসেবে পাবেন ৩ হাজার টাকা, সার্টিফিকেট ও টি-শার্ট। গ্র্যান্ডপ্রাইজ হিসেবে প্রথম বিজয়ী ৫০ হাজার, দ্বিতীয় বিজয়ী ২৫ হাজার, তৃতীয় বিজয়ী ১৫ হাজার, চতুর্থ থেকে দশম বিজয়ী প্রত্যেকে পাবেন ২ হাজার টাকা, ১১তম থেকে ২০তম প্রতেক্যেই পাবেন ১ হাজার এবং ২১তম থেকে ৩০তম প্রত্যেকেই পাবেন ৫০০ টাকা। এছাড়া প্রতিযোগিতার সকল বিজয়ী পাবেন ক্রেস্ট, সার্টিফিকেট ও টি-শার্ট। —বিজ্ঞপ্তি
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১