বাংলাদেশের খবর

আপডেট : ০১ January ২০১৯

চাঁদপুরে পানিতে পড়ে যমজ ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

চাঁদপুরে পানিতে পড়ে যমজ ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু প্রতীকী ছবি


চাঁদপুর সদর উপজেলার ফরাক্কাবাদে দাসদী গ্রামের পুকুরের পানিতে ডুবে আদিফা আক্তার ইভা ও সাদিয়া আক্তার ইমা নামে দেড় বছর বয়সের যমজ দুই বোন ও দাসদী গ্রামের পানিতে ডুবে ৩ বছরের শিশু মোঃ মোয়াজ কাজীর মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় ৯নং বালিয়া ইউনিয়নের ফরাক্কাবাদ মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই বাড়ির মানিক মিজির মেয়ে। অপর ঘটনাটি ঘটে, সোমবার সন্ধ্যার পর সাড়ে ৬টায় সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়নের দাসদী গ্রামের মোঃ হোসেন কাজীর বাড়ীতে।

নিহত শিশুদের চাচা মোঃ সোহাগ মিজি জানান, আদিফা ও সাদিয়া যমজ বোন। সোমবার দুপুরে তারা বাড়িতে খেলাধুলা করতে গিয়ে সকলের অগোচরে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাদেরকে অনেকক্ষণ ধরে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর তাদেরকে সন্ধ্যায় ওই পুকুরের পানিতে ভেসে উঠে দেখে। সাথে সাথে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে কমরত মেডিকেল অফিসার ডাক্তার মোঃ নূরে আলম দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

অপর ঘটনাটি ঘটেছে, সোমবার সন্ধ্যার পর চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে দাসদী গ্রামের হোসেন কাজীর বাড়ীর পার্শের খালের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু হয়। শিশুটির বাবার নাম মোঃ হোসেন কাজী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১