আপডেট : ০১ January ২০১৯
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতারা। অঙ্গীকার করেছেন তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আরো জোরদার করারও। গতকাল সোমবার সকালেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনাকে। সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীকে ফোন করেন মোদি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শেখ হাসিনার বিজয়ে অভিনন্দন জানিয়ে টুইটও করেছেন ভারতের প্রধানমন্ত্রী। টুইটে পরবর্তী মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের উন্নয়নে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে ভবিষ্যতে আরো শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি। বড় জয় পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াং। সোমবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে এই শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং ঝু। এ সময় প্রধানমন্ত্রীকে চীনের তৈরি একটি নৌকাও উপহার দেন চীনা রাষ্ট্রদূত। চীনা দূত শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি আশা প্রকাশ করেন। শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের ভিশন-২০২১ রূপকল্প বাস্তবায়ন হবে এবং ওই সময়ের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার ন্যামগিল ওয়াংচুক ও প্রধানমন্ত্রী তেসেরিং তোবগ। সোমবার টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলাদা আলাদাভাবে অভিনন্দন জানান তারা। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও নিরঙ্কুশ জয়ের জন্য শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন, বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবও। এ ছাড়া দেশেও রাজনীতিক ও সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিদেশি কূটনীতিকরা গণভবনে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনাকে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১