বাংলাদেশের খবর

আপডেট : ০১ January ২০১৯

বছরের শেষ রাতে তিশমার চমক


বছরের শেষ উপহার নিয়ে হাজির হচ্ছেন সঙ্গীতশিল্পী তিশমা। ৩১ ডিসেম্বর রাতে প্রকাশ করলেন তার নতুন অ্যালবামের প্রথম গান ‘ফায়ার অ্যান্ড আইস’।

এ অ্যালবামের সব গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন তিশমা নিজেই। এখানে ১২টি বোনাস ট্র্যাক থাকছে। এতে তিশমাও গান লিখেছেন। এ ছাড়া অন্য গানগুলো লিখেছেন কবির বকুল, অনুরূপ আইচ, তানভীর তারেক, ফয়সাল রাব্বিকীন ও রবিউল ইসলাম জীবন। অ্যালবামের উল্লেখযোগ্য গান হচ্ছে ‘দুঃখের সাতকাহন’, ‘হু কেয়ার্স’, ‘এক্স’, ‘টাচ’, ‘দ্য ওয়ান’।

এ অ্যালবামে বেশ কিছু নিরীক্ষাধর্মী গানও আছে। রক, আর অ্যান্ড বি, হিপহপ, অ্যাকুয়িস্টিক এবং হার্ড রক টাইপের গান আছে এ অ্যালবামে। কয়েকটি গান তিশমার নিজস্ব ওয়েবসাইট, ইউটিউব, আইটিউনস, অ্যামাজান, স্পটিফাই, রিভার্বনেশন এবং অন্যান্য অনলাইন মাধ্যমে প্রকাশ করা হবে। এটি তিশমার ১৪তম একক অ্যালবাম। এ ছাড়া এর মাধ্যমে নিজের সঙ্গীতায়োজনে ষষ্ঠ অ্যালবাম তার। ২০১১ সালে প্রথম তিশমার নিজের সঙ্গীতায়োজনে করা ‘এক্সপেরিমেন্ট’ নামে ডিজিটাল অ্যালবাম প্রথম প্রকাশ পায়। অন্যদিকে ‘এক্স’ শিরোনাম দিয়ে চতুর্থবারের মতো অ্যালবাম প্রকাশ করলেন তিশমা।

নতুন অ্যালবাম প্রসঙ্গে তিশমা বলেন, ‘এ অ্যালবামে ভিন্ন স্বাদের ১৩টি গান রয়েছে। প্রায় দুই বছর ধরে গানগুলো নিয়ে কাজ করেছি। দেশের জনপ্রিয় কয়েকজন গীতিকার এতে গান লিখেছেন। আশা করছি অ্যালবামটি শ্রোতাদের ভালো লাগবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১