আপডেট : ৩১ December ২০১৮
কুমিল্লার চৌদ্দগ্রামে গত ১২ মাসে পানিতে ডুবে ১৪ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খেলার ফাকে বাড়ির পাশের পুকুরে পড়ে এসব শিশুর মৃত্যু হয়। তাদের বয়স এক থেকে ছয় পাঁচ বছরের মধ্যে। শিশুদের বেশির ভাগই প্রবাসীদের সন্তান। পানিতে ডুবে নিহত শিশুরা হল- ২৩ জানুয়ারি মঙ্গলবার মুন্সিরহাট ইউনিয়নের খিরণশাল গ্রামে প্রবাসী জাকির হোসেনের ছেলে জাহিদ হোসেন, ৭ মার্চ বুধবার বিকেলে জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা গ্রামে প্রবাসী আলমগীর হোসেন দুলালের মেয়ে রাহামনি, ১০ মে বৃহস্পতিবার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামে আলমগীর হোসেনের ছেলে সিফাত হোসেন, ঘোলপাশা ইউনিয়নের যুগিরখিল গ্রামের ইলিয়াছ হোসেনের ছেলে মিনহাজ হোসেন, ২৫ মে শুক্রবার দুপুরে গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামে প্রবাসী আবুল হাশেমের ছেলে আরমান, ৪ জুন সোমবার বিকেলে চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা গ্রামের মধ্যমপাড়ার ব্যবসায়ী আবদুল কুদ্দুসের ছোট ছেলে আরকান উল্যাহ, ৭ জুন বৃহস্পতিবার দুপুরে বাতিসা ইউনিয়নের জামুকরা গ্রামে শাহজাহান খন্দকারের একমাত্র ছেলে সাজ্জাদ হোসেন, ১০ জুন রোববার দুপুরে মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে মাহমুদুর রহমান রাজিবের মেয়ে আলিফা আক্তার, ২০ জুন বুধবার দুপুরে কনকাপৈত ইউনিয়নের ভুলকরা গ্রামের আবদুর রহিমের ছেলে মোঃ শিপন, ২৪ জুন রোববার পৌর এলাকার সোনাকাটিয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে সোহেব, ৮ জুলাই রোববার কনকাপৈত ইউনিয়নের পন্নারা গ্রামের ইতালি প্রবাসী মোঃ টুটুলের একমাত্র কন্যা নাবিহা জান্নাত নূর, ৩১ আগস্ট শুক্রবার শুভপুর ইউনিয়নের বাঘার-পুরস্করণী গ্রামে শহিদুল ইসলামের মেয়ে শিমু ও ৮ নভেম্বর বৃহস্পতিবার চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামে দেলোয়ার হোসেনের মেয়ে আফনান। সচেতন মহল জানান, মায়েদের সচেতনতার অভাবে শিশুদের পানিতে ডুবে মৃত্যু উদ্বেগ ছড়িয়েছে। প্রত্যেক মায়ের উচিত সচেতন হওয়া ও সন্তানের প্রতি খেয়াল রাখা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১