বাংলাদেশের খবর

আপডেট : ৩১ December ২০১৮

বিকেলে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

বিকেলে সংবাদ সম্মেলনে যোগ দিবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি : সংগৃহীত


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার বিকেল ৪টায় বিদেশি সংবাদকর্মী ও পর্যবেক্ষকদের উদ্দেশে গণভবনে প্রধানমন্ত্রীর এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে দলীয়ভাবে জানানো হয়েছে।

দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। তিনি বলেন, আজ বিকেল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা এবং চতুর্থবারের মতো যিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আশায় আছেন শেখ হাসিনা তিনি বিদেশি যেসব সংবাদকর্মী ও পর্যবেক্ষকবৃন্দ এসেছেন তাদের উদ্দেশে সংবাদ সম্মেলন করবেন। তাদের শুভেচ্ছা জানাবেন।

এ সময় টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য দেশবাসীর প্রতি অভিনন্দন জানানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১