আপডেট : ৩১ December ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার এবং মাদারীপুর আংশিক) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবদুস সোবহান গোলাপ। এ আসনে মোট ১৩৪টি কেন্দ্র থেকে বেসরকারি ভাবে পাওয়া ফলাফল অনুযায়ী নৌকা প্রতীক নিয়ে আবদুস সোবহান গোলাপ ২লাখ ৫২হাজার ৬৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির মনোনীত প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার পেয়েছেন ৩হাজার ২’শ ৮৬ ভোট। গতকাল ৩০ ডিসেম্বর সকাল ৮টাক থেকে উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণার পরেই কালকিনি উপজেলা পরিষদ চত্বরে তাকে নিয়ে নেতাকর্মীরা তাৎক্ষণিক আনন্দ মিছিল করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১