আপডেট : ৩১ December ২০১৮
চলতি বছরের আগস্টে পোকোফোন এফ১ বাজারে এনেছিল শাওমি। অল্প সময়ের মধ্যেই স্মার্টফোনটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ফ্ল্যাগশিপ ঘরানার হলেও মূল্য তুলনামূলক কম হওয়ায় গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয় পোকো এফ১। এরই ধারাবাহিকতায় এবার পোকো এফ২ বাজারে আনার পরিকল্পনা করছে শাওমি। বেঞ্চমার্কের ওয়েবসাইট গিকবেঞ্চে সম্প্রতি স্মার্টফোনটির কিছু তথ্য পাওয়া গেছে। এতে দেখা গেছে, স্মার্টফোনটিতে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। যদিও অনেকের ধারণা ছিল স্মার্টফোনটিতে পরবর্তী প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট ব্যবহার করা হতে পারে। এ মাসের শুরুর দিকেই চিপসেটটি বাজারে আনার ঘোষণা দিয়েছিল কোয়ালকম। অল্পসময়ে প্রয়োজনীয় পরিমাণে নতুন চিপসেটটির সংস্থান করা সম্ভব হবে না, এ কারণে স্ন্যাপড্রাগন ৮৪৫ ব্যবহার করা হচ্ছে বলেও মনে করছেন অনেকে। গিকবেঞ্চের লিস্টিং থেকে আরো দেখা গেছে, পোকো এফ২ স্মার্টফোনে থাকতে পারে ৬ গিগাবাইট র্যাম। অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে পারে অ্যান্ড্রয়েড পাই। এর বাইরে আর কোনো ফিচার সম্পর্কে কিছু জানা যায়নি ওয়েবসাইটটি থেকে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১