আপডেট : ৩০ December ২০১৮
সাতক্ষীরা-২ (সদর) আসনের ধলবাড়িয়া কেন্দ্রে নৌকা ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৪জন আহত হয়েছে। রোববার সকাল ১০টার দিকে এঘটনা ঘটে। গুরুতর আহত দু’জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, ধলবাড়িয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তকদির হোসেন তোতা ও আবুল হোসেনসহ চার জন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, দু’গ্রুপের বাগবিত-ার এক পর্যায়ে এ সংঘর্ষ বাধে। এতে ধলবাড়িয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তকদির হোসেন তোতাসহ কমপক্ষে ৪জন আহত হয়েছে। আহতদের মধ্যে তকদির হোসেন তোতা ও আবুল হোসেনকে গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। এদিকে, সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষ প্রার্থী ডাঃ শহিদুল আলম অভিযোগ করে বলেছেন, তার আসনের সকল কেন্দ্র থেকে সকাল ১০ টার মধ্যে ধানের শীষের পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। তিনি আরো জানান, কালিগঞ্জ উপজেলার চম্পাফুল এলাকা থেকে তার দুই সমর্থককে গ্রেফতার করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১