আপডেট : ৩০ December ২০১৮
সাতক্ষীরার তালায় চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহন। আজ রবিবার সকাল ৮ টা থেকে উপজেলার ৯৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ভোট গ্রহণ। উপজেলার বিভিন্ন এলাকায় এ সকল ভোট কেন্দ্রে কোন দূর্ঘটনা ছাড়াই ভোট গ্রহণের খবর পাওয়া গেছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার তালা সদর, খলিলনগর, ইসলামকাটী, তেঁতুলিয়াসহ বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে লম্বা লাইনে দাড়িয়ে ভোটাররা দিচ্ছেন। উপস্থিতির হারও ছিলো উল্লেখযোগ্য। এসময় কথা হয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, কর্তব্যরত প্রশাসনিক কর্মকর্তা ও পর্যবেক্ষকদের সাথে। তারা জানান সকাল থেকে এ পর্যন্ত শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে। সাধারন ভোটাররা জানান, সকাল থেকে লম্বা লাইন দিয়ে দাড়িয়ে আছি। একে একে ভোট দিয়ে বেরিয়ে যাচ্ছে তাদের কেউ কোন ভাবে প্রভাবিত বা হুমকি ধামকি দিচ্ছেনা বলেও জানান। সহকারী রিটার্ণিং অফিসার ও তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন জানান, সকল কেন্দ্রে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ৪টা পর্যন্ত চলবে। এখনও পর্যন্ত কোন দূর্ঘটনা ঘটেনি। সকল ভোটাররা তাদের ভোটাধিকার সুষ্ঠভাবে প্রয়োগ করছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১