বাংলাদেশের খবর

আপডেট : ৩০ December ২০১৮

গোপালগঞ্জে তিনটি আসনে আ. লীগের হেভীওয়েটদের ভোট প্রদান

গোপালগঞ্জ-১ আসনে আ. লীগে প্রার্থী মুহাম্মদ ফারুক খান নীজ কেন্দ্রে ভোট প্রদান করছেন। ছবি : বাংলাদেশের খবর


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে আওয়ামী লীগের দুই হেভীওয়েট প্রার্থী ভোট দিয়েছেন।

গোপালগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের হেভীওয়েট প্রার্থী সাবেক বানিজ্য মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্ণেল(অব.) মুহাম্মদ ফারুক খান রোববার বেলা ১১ টায় মুকসুদপুরের বেজড়া ভাটরা নছিমুনন্নেছা উচ্চ বিদ্যালয়ে তাঁর ভোট দেন। এ সময় ফারুক খান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোট প্রদান করছেন।আগামীতেও তারা দুই তৃতীয়াংশ সিটে বিজয়ী হয়ে সরকার গঠন করবেন বলে আশা প্রকাশ করেন।

গোপালগঞ্জ-০২ আসনে আওয়ামী লীগের হেভীওয়েট প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বেলা সাড়ে ১১ টায় গোপালগঞ্জ শহরের এস,এম,মডেল হাই স্কুলে ভোট দেন।এ সময় তাঁর পরিবারের সদস্যরাও এ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটাধিকার প্রয়োগ করে শেখ সেলিম এমপি আশা প্রকাশ করে বলেন, একাদশ সংসদ নির্বাচনে সারা দেশে ৭০ সালের নির্বাচনের মতো আওয়ামী লীগ আসন পাবে। তিনি আরো বলেন, গোপালগঞ্জের মানুষ ভালবেসে ১৯৮০ সাল থেকে আমাকে ভোট দেন।আমিও তাদেরকে ভালবাসি।তাদের ভালবাসায় আমি আমি বিগত ৭ বার এমপি হয়েছি,৮বারের জন্য আবারো জনগন আমাকে ভোট দেবেন বলে তিনি জানান। দুই-তৃতীয়াংশ আসন নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে তারা আবারো সরকার গঠন করবেন বলে জানান।

গোপালগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

রোববার গোপালগঞ্জের বিভিন্ন কেন্দ্রে সকাল ৮টা থেকে জেলার ৩৮৮টি কেন্দ্রে ১ হাজার ৭২৯টি ভোট কক্ষের ভোট দেয়া শুরু করেন।

এবারের নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে আওয়ামী লীগ, বিএনপির প্রার্থীসহ ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

অন্যদিকে, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ তার গ্রামে কুরপালা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১