আপডেট : ২৯ December ২০১৮
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবসর প্রাপ্ত সেকশন অফিসার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ মো: জালাল উদ্দিন আহম্মেদ শুক্রবার রাত সোয়া ৯টায় দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দুমকি গ্রামের নিজ বাড়ীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (‘ইন্না লিল্লাহি---------রাজেউন’)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭বছর। তিনি এক স্ত্রী, ২পুত্র ও ২কন্যাসহ অসংখ্যে আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার বেলা ১১টায় সরকারী জনতা কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরেস্থানে দাফন করা হয়। জানাযায় পবিপ্রবি’র উপাচার্য প্রফেসর ড. মো: হারুনর রশীদ, উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান সিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন অর রশীদ হাওলাদার, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রষ্ঠিানের শিক্ষক-কর্মকর্তা কর্মচারী ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার সহাস্ত্রাধিক মানুষ জানাজায় অংশ নেয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১