আপডেট : ২৯ December ২০১৮
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি ঘরে অগ্নিকাণ্ডে দুই সহোদর ভাই মারা গেছে। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল উত্তরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম পলাশ (১২) ও তুষার (৭)। এ ঘটনায় দগ্ধ তাদের বাবা ইকবাল হোসেনকে (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ডেমরা জোনের ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মিজানুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মশার কয়েল থেকে টিনশেড ঘরে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে ইকবালের শরীরের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১