বাংলাদেশের খবর

আপডেট : ২৮ December ২০১৮

চাঁদপুর-৩ আসন

শেষ দিনে আ.লীগের বিশাল শো-ডাউন মাঠে নেই ঐক্যফ্রন্ট

শো-ডাউন শেষে বক্তব্য রাখছেন ড. দিপুমনি ছবি : বাংলাদেশের খবর


নির্বাচনী প্রচারনার শেষ দিনে বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর-৩ আসনের আ’লীগ প্রার্থী ডাঃ দীপু মনির সমর্থনে বিশাল জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। দীপু মনির নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে স্থানীয় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন তার প্রধান নির্বাচন সমন্বয়কারী আবু নঈম পাটওয়ারী দুলাল। দীপু মনি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, জেলা আ’লীগের সভাপতি নাছিরউদ্দিন আহমেদ। সমাবেশে সরকারের উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিতা বজায় রাখার জন্য ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট চাওয়া হয়। পরে একটি বিশাল মিছিল সারা শহর প্রদক্ষিণ করে।

এদিকে নির্বাচনী প্রচারনার শেষ দিনেও চাঁদপুরের কোথায়ও ঐক্যজোট প্রার্থীদের কোন প্রচার বা সমাবেশ করতে দেখা যায় নি। চাঁদপুর-১ আসনের ঐক্যজোটের প্রার্থী শুরু থেকেই এলাকায় অনুপস্থিত। চাঁদপুর-২ আসনের প্রার্থী ড. জালাল আহমেদ গত ১৫ ডিসেম্বর থেকে নিজ বাড়িতে অবরুদ্ধ। চাঁদপুর-৩ আসনের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকও গত ৫ দিন ধরে নিজের বাসায় অবরুদ্ধ। চাঁদপুর-৪ আসনের প্রার্থী নিয়ে এখনো অনিয়শ্চয়তা কাটে নি। চাঁদপুর-৫ আসনে ঐক্যজোটের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনিুল হক মাঝে মধ্যে নির্বাচনী প্রচারনায় অংশ নিয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১