আপডেট : ২৮ December ২০১৮
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সুরপি শালিনাবক্সা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ফলাফল ও মেধাবী শিক্ষার্থীদের আক্তার আলী লষ্কর বৃত্তি প্রকল্প ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন সুচিন্তা ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক কানতারা খান। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সাব্বির খান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, উপজেলা ক্রীড়া কমিটির সম্পাদক মাহমুদ খান কুটি, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক ইলিয়াস মিয়া, আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ফরিদ মুন্সী, খান্দারপাড়া ইউপি আওয়ামী লীগের সম্পাদক মহিউদ্দীন আহমেদ মিঠু শরীফ, গোলাম মোস্তফা লস্কর, জেলা পরিষদ সদস্য শেখ শাহরিয়ারর বিপ্লব, বিশিষ্ট ব্যবসায়ী ওহিদুজ্জামান মুন্সী, লায়েকুজ্জামান শেখ প্রমুখ। অনুষ্ঠানের সভাপিতত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমান লস্কার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুলু হোসেন মুন্সী জানান বিদ্যালয়ের ৮ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ প্রায় ৪০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১