আপডেট : ২৮ December ২০১৮
মানুষের জন্মদিন জীবনে অগ্রযাত্রার অন্যতম সোপান। এই দিনটি বিভিন্ন জন নানাভাবে পালন করে থাকে। কেউ কেক কেটে, কেউবা পার্টি করে। এই দিনে বন্ধু ও স্বজনরা উপহার হিসেবে আংটি, নেকলেস, মোবাইল ইত্যাদি বিলাসপূর্ণ সামগ্রী দেন। অথচ গাছ আমাদের পরম বন্ধু। গাছের মাধ্যমে আমরা অক্সিজেন, ফল-ফলাদি ও রোগের প্রতিষেধকও পাই। এক কথায় দৈনন্দিন জীবনে গাছের ভূমিকা অপরিসীম। তাই অনুরোধ জন্মদিনের অন্যান্য উপহারের পাশাপাশি পরিবেশবান্ধব গাছ উপহার দিলে আজীবন জন্মদিনের সাক্ষী হয়ে রইবে বলে মনে করছি। আর একটি গাছ ওই ব্যক্তির জীবনকে প্রকৃতিপ্রেমী হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে। তাই জন্মদিনের উপহার হোক গাছ। আলতাফ হোসেন হূদয় খান অক্সিজেন, বায়েজিদ, চট্টগ্রাম।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১