আপডেট : ২৭ December ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে কারণে আগামীকাল শুক্রবার থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত মোবাইল ব্যাংকিং লেনদেন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শুক্রবার বিকেল ৫টা থেকে ভোটের দিন বিকেল ৫টা পর্যন্ত এ মোবাইল ব্যাংকিং নির্দেশনা কার্যকর থাকবে। তবে শনিবার বিকেল ৫টা থেকে রোববার অর্থাৎ ভোটের দিন বিকেল ৫টা পর্যন্ত শুধু ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ নির্দেশনা দেওয়া হয়। নির্বাচন কমিশনের নির্দেশে বাংলাদেশ ব্যাংক এক সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এদিকে অপর এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশ দিয়েছে, টানা ব্যাংক বন্ধের মধ্যে এটিএম মেশিনে পর্যাপ্ত টাকা রাখতে হবে। একই সঙ্গে এ সেবা যাতে কোনোভাবে বিঘ্ন না ঘটে তার ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়া ব্যাংকগুলোকে পয়েন্ট অব সেলস (পিওএস) ও অনলাইন পরিশোধ ব্যবস্থাও চালু রাখতে বলা হয়েছে । সাপ্তাহিক ছুটি, জাতীয় নির্বাচন ও ব্যাংক ছুটির কারণে কাল শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১