আপডেট : ২৭ December ২০১৮
গাজীপুরের কালীগঞ্জে আ’লীগ মনোনীত প্রার্থী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি’র পক্ষে নৌকার সমর্থকরা নৌকার মিছিল করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে একযোগে ১২৭টি ভোট কেন্দ্রে মিছিল বের করা হয়। নৌকা সমর্থকদের শ্লোগানে ছিল ‘নৌকা, নৌকা আর চুমকি আপা, চুমকি আপা’। সঙ্গে মাইকে বেজেছে ‘জয় বাংলা জিতবে এবার নৌকা’ ‘শেখ হাসিনার সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন’। এ সময় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জাতীয় সংসদের ১৯৮ নম্বর আসনটিকে ধরা হয়ে থাকে গাজীপুর-৫ আসন। কালীগঞ্জ পৌরসভা, উপজেলার ৭টি ও গাজীপুর সদর উপজেলার ১টি (বাড়িয়া) ইউনিয়ন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯, ৪০, ৪১, ৪২ এই ৪টি ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১