আপডেট : ২৭ December ২০১৮
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদেও সাথে মতবিনিময় করেছেন জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সভা কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, সুষ্ঠু, সুন্দর ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আচরণবিধি অনুসারী কঠোর কিছু পদক্ষেপ গ্রহন করবেন। তিনি গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। তিনি বলেন, ইতিমধ্যে সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহন করা হয়েছে। সবাই যার যার দায়িত্ব পালন করলে একটি ভাল নির্বাচন বাগেরহাটবাসী উপভোগ করবে।
মতবিনিময় সভায় বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহিরুল ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১