বাংলাদেশের খবর

আপডেট : ২৭ December ২০১৮

ইন্দুরকানীতে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

ইয়াবাসহ আটককৃত রাঙ্গা মনির ছবি : বাংলাদেশের খবর


ইন্দুরকানী উপজেলার টেংরাখালী এলাকা থেকে ২১০ পিস ইয়াবাসহ মনির মল্লিক ওরফে রাঙ্গা মনির (৪৮) নামের চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন সংস্থার বিশেষ টিম। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দুপুর উপজেলার টেংরাখালী গ্রামে অভিযান চালিয়ে মনির ওরফে রাঙ্গা মনিরকে আটক করা হয়। থানা সুত্রে জানা যায় রাঙ্গা মনিরের নামে একাধিক মাদক মামলা রয়েছে।  মনির ওরফে রাঙ্গা মনির উপজেলার উমেদপুর গ্রামের আব্দুল মন্নানের ছেলে। সে র্দীঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। মাদক ব্যবসায়ী মনির এর আগেও কয়েকবার গ্রেফতার হলেও আইনের ফাঁক-ফোকর গলে আদালত থেকে ছাড়া পেয়ে আবার মাদক ব্যবসায় জরিয়েছে।

জেলা মাদক নিয়ন্ত্রন সংস্থার ইনসপেক্টর আহসান হাবিব এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১