বাংলাদেশের খবর

আপডেট : ২৭ December ২০১৮

কালীগঞ্জে বিএনপির ২ শতাধীক নেতাকর্মী যোগ দিল আ.লীগে

প্রতিমন্ত্রীর হাতে ফুল দিয়ে আ.লীগে যোগ দিচ্ছেন যুবদল নেতা আলী হোসেন ছবি : বাংলাদেশের খবর


গাজীপুরের কালীগঞ্জে বিএনপির ২ শতাধীক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। গতকাল বুধবার আ’লীগের মনোনীত প্রার্থী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি’র নির্বাচনী এলাকার চৌড়া গ্রামের এক উঠান বৈঠকে বিএনপির নেতা-কর্মীরা আ. লীগে যোগদান করেন। উঠান বৈঠকে কালীগঞ্জ পৌর যুবদলের সভাপতি মো. আলী হোসেন ও বিএনপি নেতা সাইফুল ইসলাম বুরুজ, এ্যাড. কাউছার সিকদার ও আব্দুর রশিদ মোক্তারের নেতৃত্বে বিএনপির ২ শতাধীক নেতা-কর্মী প্রতিমন্ত্রী চুমকির হাতে ফুলের নৌকা দিয়ে আ.লীগে যোগদান করেন।

এ সময় আ.লীগ নেতা পরিমল চন্দ্র ঘোষ, মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, এবিএম তারিকুল ইসলাম, শফিউল কাদের নান্নু, আহমেদুল কবির ছাড়াও জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি নেতা সাইফুল ইসলাম বুরুজ জানান, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নয়ন বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কর্মীবান্ধব প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি’র প্রতি আস্থা রেখেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন।  

নতুন যোগদান বিএনপি নেতৃবৃন্দের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী চুমকি বলেন, ‘বিএনপির আদর্শ হলো সন্ত্রাসী কর্মকান্ড ও বিশৃঙ্খলা সৃষ্টি করা। এই দলের প্রতি সাধারন মানুষ তাদের আস্থা হারিয়ে ফেলেছে। বিএনপির প্রতি বিশ্বাস রাখতে পারছে না তার দলের নেতাকর্মীরা। দলের নেতাকর্মীদের বিপদে-আপদে বিএনপি তাদের পাশে কখনো ছিল না। তাই বিএনপির নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আস্থা রেখে আ.লীগের পতাকাতলে ফিরে আসছে। যারা আ.লীগে যোগদান করেছে তাদের আন্তরিকভাবে সাধুবাদ জানাই’।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১