বাংলাদেশের খবর

আপডেট : ২৭ December ২০১৮

জনসচেতনতায় রুনা খান


জনসচেতনতামূলক একটি তথ্যচিত্রে কাজ করেছেন অভিনেত্রী রুনা খান। তথ্যচিত্রটি নির্দেশনা দিয়েছেন ফারুক আহমেদ টিটু। মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ সম্পন্ন হয়েছে তথ্যচিত্রটির। রুনা খান জানান, বিদেশগামী যাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই তথ্যচিত্র নির্মিত হয়েছে। বিদেশগামী যাত্রীদের সঠিকভাবে বিদেশ যাওয়ার সব পন্থাসহ কিছু তথ্য তুলে ধরা হয়েছে এতে।

এ অভিনেত্রী বলেন, একজন নাগরিক হিসেবে আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি এই কাজটি করেছি। আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক। বিদেশগামী যাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আমি এই কাজটি পরম আনন্দ নিয়ে করেছি। আমার মাধ্যমে যদি দেশের মানুষের উপকার হয় সেটিই হবে একজন নাগরিক হিসেবে আমার অর্জন। ধন্যবাদ তাদেরকে যারা আমাকে এই কাজটির সঙ্গে সম্পৃক্ত করেছেন। বিশেষ করে নির্মাতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

গত বছর মুক্তিপ্রাপ্ত তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ এবং বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ চলচ্চিত্রে রুনা খানের অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। বর্তমানে বেশ কয়েকটি ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। অনিমেষ আইচের ‘জোছনাময়ী’, ‘গুড ব্যাড আগলি’, অঞ্জন আইচের ‘থ্রি মেড’, যুবরাজ খানের ‘ব-তে বন্ধু’, আল হাজেনের ‘সুখের ভেতর অসুখ’, জুয়েল শরীফের ‘আলিবের অষ্টখণ্ড’ ধারাবাহিকে অভিনয় করছেন রুনা খান। এ ছাড়া জুয়েল হাসানের ‘বৌ ভাগ’ ও ‘বাবার বাদশা’ নাটকে অভিনয় করেছেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১