আপডেট : ২৬ December ২০১৮
নরসিংদী-৪ (মনোহরদী, বেলাব) আসনে চরমোনাই পীরের দল ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ মনোনীত প্রার্থী শাইখুল হাদিস আল্লামা মজিবর রহমানের নেতৃত্বে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইসলামী আন্দোলনের প্রার্থী শাইখুল হাদিস আল্লামা মজিবর রহমানকে হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। বুধবার বিকাল ৪টায় মনোহরদী বাসস্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্বে ছিলেন মনোহরদী উপজেলা ইসলামী আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি ও নরসিংদী-৪ আসনের হাতপাখার প্রধান সমন্বয়কারী আব্দুল মোতালিব। মিছিল শেষে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের মনোহরদী বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, নরসিংদী উত্তর সাংগঠনিক জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম বুলবুল, মনোহরদী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক জহিরুল হক, শ্রমিক আন্দোলনের সভাপতি মো. হারুন অর রশিদ, যুব আন্দোলনের সভাপতি মো. আশরাফুল ইসলাম মামুন, ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ আব্দুল্লাহ প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১